Amrapali : Narayan Sanyal – আম্রপালি – নারায়ণ সান্যাল
ট্যাক্সির সিটে সেদিন ঐ বিচিত্র পত্রিকাখানা আবিষ্কার না করতেন, তাহলে ওঁর জীবনে এ দুর্ঘটনা আদৌ ঘটত না। সেক্ষেত্রে চরিত্রবান বিজ্ঞানসাধকের মাথায় এতবড় কলঙ্কের বোঝাটা চাপত না। আর আমাকেও এই ‘অশ্লীল’ গল্পটা লেখার যন্ত্রণা ভোগ করতে হত না। কিংবা ধরা যাক, সেদিন সকালে ওঁর গাড়িতে যদি স্টার্টিং-ট্রাবল না দেখা দিত, নিজের গাড়ি নিয়ে নিত্যদিনের ম মতো যদি কলেজে আসতেন, তাহলেও কি এই অঘটনটা ঘটত ? আদৌ না।

LINK
LINK
LINK
LINK